চিরঘুমে শায়িত তুমি হে যুগপুরুষ ,
নিষাদের যে তীর কাঁপতে কাঁপতে বিদ্ধ করেছিল তোমায় –
আজ সেই তীরেই বিদ্ধ সকল মানবজাতী ।
বিশৃঙ্খলিত আজ তোমার সাজানো পৃথ্বী ।
সাম্য আর গণতন্ত্রের গান গেয়েছিলে তুমি ,
আপন পৌরুষ আর গরিমায় গড়েছিলে –
মানুষের মানবিক ভারসাম্য ।
পাপের সাম্রাজ্যে স্বপ্ন দেখিয়েছিলে –
ন্যয় ,সত্য আর সুন্দরের ,
আজ তুমিহীনতায় ভরে গেছে –
পাপাচার আর মিথ্যার বেসাতি ।
দিগ দিগন্তে কংস প্রাণ পেয়েছে ফিরে ,
অত্যাচারে উন্মত্ত মাতাল ,
নিষ্ঠুর ,কামনায় ভরে উঠেছে শান্ত পৃথিবী ।
হে মধুসূদন ,হে গদাধর ,জাগ্রত হও –
দেখাও তোমার অসীমতামানবতার কল্যাণে ।
ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠাকারী হে মহান নেতা –
ভক্তিবাদের মায়াবি চেতনার হে উদারচেতা ,
নবরূপে তুমি আজ এস ভগবান ,
শান্তিরাজ্য প্রতিষ্ঠায় তোমাকে আহ্বান ।
নবভারতের প্রয়োজনে হোক পুনমহাভারত-
শঙ্খ ,চক্র,গদা ,পদ্মেশোভিত পদাঘাতে –
বিদীর্ণ হোকদুর্জন,শত্রুহীন হোক পবিত্র ভূমি
হে মহাসারথি বাজাও তোমার পাঞ্চজন্য ,
বিশ্বরূপ দেখাও প্রভু নতুন কুরুক্ষেত্রে-
মানবতা জাগুক ,আজকের রনক্ষেত্রে ।