ঘুমাও মেয়ে …তুমি ঘুমাও মায়ের কোলে,পরম শান্তিতে ঘুমাও!
আজকাল আট মাস থেকে আশিবছর কন্যা, নারী,বৃদ্ধা দেখি
ধর্ষণের শিকার!!
যত বড় হবে ঘুমাতে দেবে না কলঙ্কিত ঘৃণ্য সমাজ–
কন্যা হয়েছ,তুমি ছোট থেকে পায়ে শিকল দিয়ে আটকিয়ে থাকো!
কেননা কোথায় ধর্ষক ওত পেতে আছে!
প্রেমিক সেজে হয়ত ভালোবাসার পেরেক ক্ষতবিক্ষত করে!
বন্ধুদের দিয়ে গণধর্ষণ করায়!
কখনো থাই ধরে দুই পা ছিঁড়ে মুছরিয়ে উল্লাস চলে
লৌহার রড ঢুকিয়ে পৌরুষত্বের বড়ায় করে!
তারপর লাশ ভেবে ধাপার পাঁকে ছুঁড়ে ফেলে!
কখনো মেয়েদের শরীরে বলাৎকার করে লৌহের পাতের মতো পিটিয়ে
নারকীয় খেলা খেলে!
বিবেক বোধ পশুর চেয়েও কম!
নাহলে পাষণ্ড পুরুষের দল মাতাল হয়ে নৃত্য করতে পারে।
ছোট্ট নাবালিকার কাতরানো সহ্য করতে পারে!
বাসের মধ্যে,অটো,ট্যাক্সি সর্বত্র চলে কন্যার বলাৎকার!
তারপর চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে রাস্তায় ফেলে যাওয়া,
তাদের ঘরে মা ,বোন কি নেই!
উফ নৃশংস ভাবে সিগারেটের ছাঁকা …
যে কন্যা শিশুটি বা সদ্য যৌবনা মেয়েটি গণ ধর্ষণের শিকার হয়
তাকে কুলটা,বেশ্যা,কত কিছু বলা হয়।
রাস্তায় ট্যানা হেঁচড়া করলে মেয়েটিকে অসতী বলা হয়।
কখনো কুলটা, বেশ্যা,অসতী রক্ষিতা,ডাইনী.. ইত্যাদি
ও মেয়ে তুই ঘুমাও মায়ের কোলে
কখন তোকে অ্যাসিড ছুঁড়ে মারে!
বিকৃত করে তোদের শরীর!
নারী হয়ে জন্মেছে সব সহ্য করতে হবে!
সহমরণ,গৌরীদান,গণ ধর্ষণ সব মেয়েদের কেন!!
কখনো শুনিনি তো বহু মহিলা মিলে একজন ছেলেকে….
ইস মেয়েরা মায়ের জাত ,তারা পরপুরুষ কে হয় স্বামী,পুত্র,ভাই, দাদা , কাকু, মামা যদি ভাবতে পারে
তাহলে ধর্ষক পুরুষরা তা ভাবে না কেন???
যে মেয়েটিকে অত্যাচার করছি,তাদের ঘরে ও মা, সন্তান, দিদি আছে!!
মেয়েরা তাহলে সত্যি পিংপ়ং বল!
ও মেয়ে তুই মায়ের কোলে চুপটি করে শুয়ে থাক
একদম বড়ো হোস না! শান্তির ঘুম দে!
কত ধরনের শিরোপা পরতে হবে!
ঈশ্বর আমার অনুরোধ আর নারী দেহ আঁকবেন না!
এমন দেহ আঁকুন যাতে ছেলেদের লম্বা জিব বার হয়,
নাহলে এক একটা নপুংসক ছেলে সন্তান জন্ম হোক!
যারা মেয়েদের সাথে পৈশাচিক কর্ম না করতে পারে!
ভাবছেন ঈশ্বর আর তো শিশুর জন্ম হবে না!
আসলে ঈশ্বর সব পুরুষ তো ধর্ষক হয় না!
আসলে এখন সর্ষের মধ্যে ভূত!!
অসুস্থ পৃথিবীর অসুস্থ মানুষ, সমাজের কেষ্টুবিষ্টুগণ
তোমাদের সন্তানের কথা ভেবে
সবাই ভদ্রসভ্য মানুষ হও।
মান ও হুঁশ একত্র করে মানুষ হয়ে জন্মাও!
ঘুমাও মেয়ে .. তুমি ঘুমাও