জল , ও -জল , নিবিড়ের মৃগনাভি জল
আড়মোড়া হাই খুলে সাজো ঝলমল ।
তোমাকে পেতেই কবি পেতেছে সাঁতার
একাগ্র ধ্যানে ছোঁবে প্রাণে ওঙ্কার ।
জল , ও -জল , পিপাসার বনবাসী জল
কবি- খোঁজ গোগ্রাসী , ডোবালে ফসল ।
তুমুল শরীরী ওমে শীত তোলপাড়
জীবনের জলাভূমি , কবির একার !
জল , ও – জল , ক্রৌঞ্চীর কান্নার জল
শুষে শুষে ডুবুরির দৃষ্টি সফল ।
আকাশ জড়ানো ডানা কবি জলপরী
সুইমিং স্যুটে যাদু নীল বালুচরী ।
জল , ও -জল , সৃজনের আনন্দ জল
প্রকৃতি দাঁড়ালে কূলে , কালি কলকল ।
দশদিক ফাঁকা , চোখে ‘ ভাসমনি ‘ , কার ?
কবির মুষ্টি পাক মূলে অধিকার ।