হাজার প্রশ্ন মাথায় নিয়ে
ঘুরছি আমি শুধু ,
জবাবটা পাচ্ছিনা তো
মনটা ধূধূ….ধূধূ !
মাছগুলো সব জলে কেন
মানুষ কেন ডাঙ্গায়…
ভোরের বেলায় পাখি কেন
গান গেয়ে ঘুম ভাঙ্গায় !
বাঘটি শিকার ধরার সময়
কেন বলে ‘হালুম’
তার মানে কি এটাই হোলো
‘ধরে তোরে খেলুম’ ?
পাখির কেন ডানা থাকে
হাতির কেন শুঁড় ,
বলতে পারো ? তবে এসো…
নয়তো হও দূর !
আকাশ কেন নীলচে রঙের
জলের নেইকো রঙ ,
সুন্দরী ওই কন্যা কেন
করছে এতো ঢঙ !
সূর্য্য কেন ভোরে ওঠে
রাতে কেন চাঁদ ,
ইঁদুর দেখে বিড়াল কেন
পাতে অমন ফাঁদ ?
মানুষ কেন ঘুমটি পেলে
বড় একটা হাই তোলে…
দুষ্টুমিটা করলে কেন
বাবা দেন কান মুলে !
এসব প্রশ্নের একমাত্র
জবাব খুঁজে পাবো ভাই….
আবোল তাবোল বইটি যদি
একবারটি হাতে পাই !