কোন ভাষার ভাষ্যে লিখবো কবিতা !
বিশুদ্ধ জনতার বোধগম্য উচ্চারণ
বিজ্ঞ কবির উঁচু নাকের নাগাল পায় না ।
বিজ্ঞ কবির বোধ ছোঁয়া কবিতার আড়ালে
ইচ্ছুক জনতার রসগ্রাহী রণ -পা
পথ হারিয়ে কোনোমতে নিজের কাছে ফিরে
আর ওমুখো হয় না ।
মধ্যমেধার শ্রম ধরে আছে সভ্যতার হিমশৈল চূড়া ।
আমিও মধ্যবিত্ত মাটির মাহুত
অহিংস অঙ্কুশে এঁকে চলেছি অন্ধের হাতি দর্পণ ।
তবুও সবার মনের মান্দাসে চড়ার আকাঙ্খা নিয়ে
ছোট বড় মেজ সেজ প্রমুখের
মনোমত অক্ষর সাজিয়ে
লৌহবাসরের ছিদ্র ক্রমাগত দীর্ঘ করে করে
ইন্দ্রসভার পথপ্রান্তে আর এক আধুনিক
ক্ষুদ্র মঙ্গল কাব্যের কুটিরে
ছিন্ন খঞ্জনার মতো কিছু
বন্ধু ডানার অপেক্ষায় আছি।