শান্তিকল্যাণ ঝরে, পতঙ্গেপল্লবে সুখ ঢেলে দিচ্ছে দয়াময় চাঁদ;
নিটোল হীরকখণ্ড সমস্ত উজাড় করে বিতরণ করে দেহজ্যোতি;
সমস্ত অমর আজ, কেটে গেছে পৃথিবীর চিত্ত থেকে অসম্ভব অমা।
মরের রক্তের মধ্যে শতস্রোতে ঢুকে যাচ্ছে অমরার আমোদআহ্লাদ;
সর্বত্র সুষম ছাঁচে নিজস্ব ভাস্কর্য রচে জ্যোতির্ময় বিশুদ্ধ স্থপতি।
প্যাঁচা থেকে ইঁদুরের লাল রোমে সুষমা সুষমা আজ চারদিকে সুষমা সুষমা।
আমি শুধু গাঁথা তার হিংস্র নখে : পরিশুদ্ধ মাণিক্যখচিত অর্কেস্ট্রার
অনাহত ঐকতানে বেসুরো রোদনরত আহৃৎ আহত ছেঁড়া তার।