এই পরবাসে ছায়া গোধূলির আড়ালে
তুমি কি হঠাৎ মনের খেয়ালে দাঁড়ালে?
একটু আগেও ভাবিনি তোমার উপস্থিতি
এখানে আমার হৃদয়ে আনবে নতুন তিথি।
কত যে আকাশ কত সমুদ্র পেরিয়ে
এই ছোট ঘরে তোমার চরণ বাড়ালে।
কাছে এসে তুমি বসলে নম্র আঙ্গিকে,
তারই আভা ফোটে বেগানা প্রহরে চারদিকে,
যমজ চোখের কালো বিদ্যুৎ ছড়িয়ে
আমার মনের শঙ্কা, নিরাশা তাড়ালে।
ক্ষীণ দৃষ্টিতে দেখিনি তোমাকে পুরোপুরি;
কালো হাওয়া এসে হঠাৎ তোমাকে করে চুরি।
ছুঁইনি তোমাকে; কে যেন বলল আড়ালে
‘হায়, কবি তুমি বুঝলে না কী-যে হারালে!’