ক্লান্ত অক্ষরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিক,
চলছে টানাপোড়েন স্থিতিস্থাপকতার অবৈজ্ঞানিক জেরে,
সবাই বেশি মাত্রায় সজাগ বেশ কিছুদিন ধরেই,
ঘুম ঘুম অবসন্ন শরীরে শব্দ নির্মাণে রয়ে যায় ফাঁকফোকর,
কার্নিস বেয়ে টুপ করে ঢুকে পড়ে ভিনদেশি বেয়াদপ,
ওত্ পেতে থাকে নির্লজ্জের মতো রবাহুত হয়ে……….
অনাত্মীয় শব্দগুলোকে বরণ করি অতিথির মর্যাদায়,
আমার গেঁয়ো যোগী আটকে পড়ে থাকে যতিচিহ্নের কানাগলিতে,
সাধের বর্ণমালা বিবর্ণ ছবির মতই মলিন-
তবু বাহান্নর খোলা জানালায় উঁকি দিই-
ছুটে আসে অবরূদ্ধ একঝলক তাজা নিঃশ্বাস,
অক্ষর জোছনায় ভরে উঠে আমার মন কুঠির,
মনের কথা কয়,
আনন্দে ঢলে পড়ে এ ওর গায়ে,
প্রাণ প্রাচুর্যে প্রতিদিন একুশের বটবৃক্ষে প্রশান্তির দীর্ঘছায়া..