সুখ দুঃখের ভেলায় ভেসে
ছয়টি ঋতুর দেশে,
আমরা সবাই দিব্যি আছি
নানা রঙের রেশে।
গ্রীষ্ম আসে ফল সম্ভারে
পুষ্টি বাড়ায় বলে,
খরার তাপে দগ্ধ প্রাণে
খুঁজি শীতল জলে।
বর্ষা আসে নূপুর পায়ে
রিমিঝিমি তানে,
শরৎ ঋতু শিউলি কাশে
মাতায় সুবাস দানে।
হেমন্তটা আমন ধানের
সুবাস ছড়ায় মনে,
শীত ঋতুতে ওমটা খুঁজে
লেপ- কম্বলের সনে।
বসন্ত যে রাঙায় সবে
কৃষ্ণচূড়ার রূপে,
কবি মনে কাব্য জাগে
মুগ্ধতা ছায় চুপে।