কোনো কোনো সময় ছবির মতো থামতে হয়
উড়ো ধুলোয় ঢাকে সময়ের রথের চাকা
তুমি তখনো নির্বিকার
চেঁছে নিচ্ছ ফেলে আসা ছবি থেকে
হারিয়ে যাওয়া রঙের টুকরো
বাক্সবন্দী কথারা কখন হারিয়েছে
জীবনের ইথারে
প্রতিটি কাগজে লিখে রাখা
থামার ইঙ্গিত
যদিও এসব এখন তোমার কাছে সাধারণ
তুচ্ছতাই এগিয়ে চলার চাবিকাঠি
সময়ের স্পোকে পোড়া মোবিলের গন্ধ
আমার বমি পায় গা গুলিয়ে ওঠে
গোপন আঁতাত সেরে তখনও তুমি
নতুন ফ্লাইটের অপেক্ষায়