নজরুল তুমি চেতনার কবি
সাম্যের কবি জানি,
অসি সম তব তুখোর যে মসি
বিশ্ব জুড়েই মানি।
চেতনার গানে জাগালে সবারে
অগ্নি রোষের তেজে,
বিদেশি তাড়াতে উঠে যে রুখিয়া
রুদ্র সেনানী সেজে।
কলমের বাণে শাসকেরা ভয়ে
পাল্টা আঘাত হানে,
তোমাকে ধরে যে দারুণ রাগেতে
কারাবাস সাজা দানে।
তব বিদ্রোহী কবিতার সুরে
প্রাণেতে বহ্নি জ্বলে,
নির্ভীক সেনা মুক্তি আনিতে
ভীষন যুদ্ধে চলে।
তুমি নজরুল বড়ো আনমোল
বঙ্গভূমির কূলে,
চেতনার কবি রবে তব ছবি
শ্রদ্ধা ভক্তি ফুলে।