আমি তো জ্বলেই আছি , উঃ !
তবুও জোগাও কেন আগুনের মুখে মুখে
বারবার উসখুস উসকাঠি , আহঃ !
রোমের ভেতর কূপে গিজগিজ
চুল ছোঁয়া তুলতুলে বিদ্যুৎ ফণা ।
মনের ধুনুচি ঠোঁটে ঝাঁক ঝাঁক চুম্বন চিতা ।
আর কতো পিচ্ছিল পূরবী নাভির লোভে
লকলকে ডোবাবে , বিষজালা !
কতো আর বিদুষী উরুর নীল
তিল লজ্জা ফোটাবে , থই নীলা !
তবুও শরীরী সেতুর টানে আনচান আয়ু ।
পূর্ণ জ্বালাও জিনে অবশেষ শেষ শীৎকার
প্রতি পলে ধিকি ধিক মরা নয় , ইস্ !