এ শহরে ইদানিং চিল-শকুন
কোথা থেকে এলো?
তাদের আসায়
আঁধার যবনিকা নেমেছে হায়
এ শহরে!
কান্নার স্রোতে ভেসেছে এ শহর,
ছোট্ট লাল পাখিগুলো,
যারা বড় হওয়ার আশায় ছিল
তারা মাটিতে মিশে গেলো।
চিল-শকুনের তীক্ষ্ণ নোখের আঘাতে
ওদের দেহ থেকে রক্ত ঝরলো।
পবিত্র ফুলেরা অপবিত্র হল ওদের শাষনে,
শহরের হৃৎপিণ্ড ঝাঁজড়া হয়ে গেছে
চিল-শকুনের তাপে।
অবসন্ন শরীরে দাঁড়িয়ে আছে গাছ,
সে-ও হয়তো ভাবে
কখন নুইয়ে পড়বো আমি
চিল-শকুনের আগ্রাসনে।
চারিদিকে বিকট শব্দ,
ওদের আনাগোনাই এ শহর দগ্ধ,
তারা চিবিয়ে চিবিয়ে ছোট্ট পাখিদের মাংস খায়
চারিদিকে ছড়িয়েছে তার গন্ধ।
অন্ধকারে কাঁদে নবীন-প্রবীণ পাখিগুলো
তাদের দুরাবস্থার কথা ভেবে।
চিল শকুন চিরদিন উড়ে যায়
তোমার-আমার এ প্রিয় শহরে।