জীবনের সব ছবি
এঁকে চলেছেন কবি
মনের সব অনুভবই
আঁকতে চায় যে রবি,
ছবি লেখার ছিল নেশা
মনে ছিল অনেক আশা
শিশু মনের কথকতা
হয় যে প্রথম কবিতা।
জল পড়ে পাতা নড়ে
মানুষের কাছে আদরে
রসিক খাজাঞ্চি মুখুজ্যে
বাঁধা আছে মনের মধ্যে
শৈশব মনে মেঘদূত ভাসা
মুগ্ধতায় হাসি তামাশা।
শব্দ ছন্দ মিলের তান
রসিকের অনর্গল গান
বৃষ্টি পড়ে টাপুরটুপুর
সকাল সন্ধ্যা সারা দুপুর
নদেয় জলের বানে
আশ্চর্য মুখচ্ছবি আনে,
রবির ছটায় দেখি প্রভাত
অদৃশ্য পটে রবীন্দ্রনাথ
রঙের ভান্ডারে অনন্ত
লালিমা আভায় নবদিগন্ত।