চাহিদা পূরণ – পর্ব ২৭
অফিসে পৌঁছে নিজের ডেস্কে বসে কাজ এগোতে থাকে সুমেধা,চরু দা এসে বলে দিদি বস ডাকছে আপনাকে, সুমেধা উঠে যাওয়ার সময় নীতার বায়োডেটা ব্যাগ থেকে নিয়ে নেয়।বসের কেবিনে পৌঁছে দেখেন বস একটা ফাইল চেক করছেন, সুমেধা আস্তে আস্তে বলেন ডেকেছিলেন স্যার?বস:হ্যাঁ, রিক্তা মনে হচ্ছে কয়েকদিন আসতে পারবে না ওর বাবা অসুস্থ, সুমেধা:হ্যাঁ স্যার, জানি আমাকে ম্যাসেজ করেছে, কোনো কাজ থাকলে আমায় দেবেন।বস: হুম, আপনি এই ফাইলটি নিয়ে যান, দুটো ইমেইল ফরোয়ার্ড করেছি, একটু দেখে নেবেন। সুমেধা: ঠিক আছে স্যার, আস্তে আস্তে নীতার বায়োডেটা এগিয়ে দিয়ে বলে আমার বন্ধু নীতা, খুব ভালো এক্সপিরিয়েন্স আছে,যদি আমাদের কম্পানিতে হয় একটু দেখবেন। বস: ওকে, রেখে যাও,আজ একটা কম্পানির ভিসিট আছে সেকেন্ড হাফে, তুমি আমার সঙ্গে যেতে পারবে? ফিরতে হয়তো ঘন্টা খানেক দেরি হবে, তবে আমার একটু সুবিধা হতো,সুবল আজ আসে নি,তাই বলছি। সুমেধা একটু ভেবে বলে, ওকে স্যার। মনে মনে বলে বেশ কয়েক বছর এই কম্পানির সার্ভিসে বসের কোনো অশোভন আচরণ কখনো দেখেনি,অতএব ভয় পাওয়ার কিছু নেই।