জ্যোৎস্না ঝরেছে ক্ষত বুক চুয়ে
হাসিমুখে অটুট তুমি রয়েছ ছুঁয়ে
নীলজলে ডুবছে অবিন্যস্ত আশা
কে টেনে তুলবে গোপন ভালোবাসা ?
সামিয়ানার নিচে খুঁড়ছে কবর
জেনেও চেপে যায় জবর খবর
ছাপার কাগজে বর্ণরা নানা সাজে
মিথ্যার তুলিতে বড় কুৎসিত ,বাজে ।
তবুও শ্রীমতির সতীর পরিধান
বুকে চাপা কত শত অভিমান।
ডানা ভেঙে কাতরায় অতলের মাছ
বিচার সভায় হাসে নিহত অক্ষম গাছ।