আমাদের দেশে চাই সেই বীর ছেলে
কথায় না থেকে মিছে দেবে সেবা ঢেলে।
হাসি মুখে সেবা কাজে দিয়ে প্রাণ মন,
আদর্শ মানুষ হবে মনে রবে পণ।
বিদ্বান সুজন হয়ে ছড়াবে যে আলো,
সমাজ কলুষ যত করিবে সে ভালো।
দেশব্রতী হয়ে সদা দেশের কল্যাণে,
সতত থাকিবে রত ন্যায় সেবা দানে।
অসীম তেজের সাথে পরিশ্রম করে,
দেশের দশের তরে সেবা দেবে ভরে।
দীন দুখি আর্ত পাশে রবে খুশি মনে,
সুখে দুখে সর্বদাই দেবে সাথ সনে।
মহৎ উদার আর মানবিক হয়ে,
সমাজ তুলিবে গড়ে ন্যায় নীতি লয়ে।
পিতামাতা গুরুজনে দেবে যোগ্য মান,
বিনীত ভাবে করিবে যত সেবা দান।
স্বার্থভাব লোভাতুর কখনো না হবে,
মিলেমিশে এক-সাথে শুভকাজে রবে।
হৃদিভরা ভালোবাসা দেবে সব জনে,
জাত-পাত ভেদাভেদ না রাখিবে মনে।