চলে এসো একদিন ভোরের শুকতারা হয়ে
দুটি পায়ে শিশিরের স্পর্শ মেখে ,
দেখা হবে নদী তীরে আলোছায়া পথে
পূবালী হাওয়ার ছোঁয়ায় শিহরন খেলা সকালে ।
তোমাকে দেখাব আমি ভোরের আলো গায়ে মেখে
ফুটে ওঠা ফুলেদের সারি
তোমাকে দেখাব আমি ঝিরি ঝিরি বৃষ্টির
মৃদু মৃদু হাসি অথবা সাদা হাঁসেদের সারি ।
চলে এসো একদিন পাখির কুজন সাথে নিয়ে
পলাশ রাঙা ভোর ছুঁয়ে
দেখা হবে সেই পথে , আগেও দেখা হত যেখানে
দু – একটা পাখির ডানায় ভর করে তখন নামবে সকাল
চলে এসো …… চলে এসো একদিন ।
অনবদ্য সৃষ্টি । মুগ্ধতা একরাশ ।
ভাল থাকুন সুস্থ থাকুন
লেখার থাকুন।
♥️♥️❤❤♥️♥️