দেশ-রাজ্য উচ্ছন্নে যাচ্ছে যাক,
আমরা থাকবো যথারীতি নির্বাক!
লুটেপুটে ওরা খাচ্ছে খাক,
আমরা তবুও থাকবো সেই নির্বাক!
এদিকে এস এস সি তো ওদিকে ব্যাপম,
আমরা ক্রমশ হয়ে পড়ছি হতোদ্যোম!
উড়ছে হাওয়ায় উড়ছে দেখো দেদার টাকা,
দ্রব্যমূল্যে জনগণের হয়েছে পকেট ফাঁকা!
সততা আজ গেছে দীর্ঘ বনবাসে,
আড়ালে ভাই, বিধাতা মুচকি হাসে!
রাজা – রানির হয় নাকো দোষ,
পোড়া কপাল ‘যতো দোষ নন্দ ঘোষ’!
বদলের গানে ‘ চোরের মায়ের বড়ো গলা’,
মানুষের হাতে নির্ভেজাল কাঁচকলা!
শুনি, সবাইকে নিয়ে সবার বিকাশ,
অথচ স্পষ্ট দেখছি হচ্ছে বিনাশ!
অন্ন চাই, চাকরি চাই, মাথা গোঁজার ঠাঁই চাই,
এটুকু মাত্র দাবি, তবু তা কোথায় পাই?
দুর্নীতিতে ভরে গেছে সারা দেশ,
দলদাস হয়ে করছি ‘ তা বেশ, তা বেশ ‘!
দিকে দিকে কালো টাকার পাহাড়,
গেলো কোথায় নোটবন্দির বাহার!
ভুল করে করো যদি প্রতিবাদ,
সামনে চলে আসে সাজানো মাওবাদ!
দিকে দিকে ছড়ানো ভয়ানক আতংক,
আমাদের হওয়া কঠিন তাই নিঃশঙ্ক!
এই ফাঁকে চলছে টানা বর্গিহানা,
ভবিতব্য অতল গহ্বরে, অজানা!
অনাচার অবিচার আজ সাগরসমান,
একমাত্র ঈশ্বর যদি বাঁচান মোদের মান!