অরণ্যের কাছে গিয়ে একটা নীড় খুঁজেছিলাম,
শান্তির নীড়!
অরণ্য আমাকে প্রত্যাখ্যান করেছে।
সেখানে আগে থেকে অনেকেই দখল করে বসে আছে,
আমার জন্য এতটুকুও জায়গা নেই ঘর বানানোর।
খোলা আকাশের নীচে দাঁড়িয়ে একটা নীড় খুঁজেছিলাম,
শান্তির নীড়!
আকাশ আমাকে প্রত্যাখ্যান করেছে,
ওর ওই খোলা আকাশ বুকে বাসা বাঁধা নিষেধ আছে।
কারণ সেখানে মেঘেরা থাকে,
আমার জন্য এতটুকুও জায়গা নেই
যে আমি ঘর বানাই।
নীড় হারা পাখি আমি,
তবে নীড় খুঁজতে আজ আর অরণ্যের কাছেও যাই না,
আর খোলা আকাশকেও বলি না
” আমার জন্য একটু জায়গা রেখো।”
নদীর সাথে সখ্যতা করেছি,
বয়ে চলেছি ওর সঙ্গে ওরই গতিতে তাল মিলিয়ে।
চলার আনন্দে আছি মেতে!