চরিত্র এক অমূল্য ধন
ভুবন মাঝারে জেনো,
সচ্চরিত্র সম্মান পায়
শাস্ত্রের বাণী মেনো।
নির্মল মনে যারাই থাকেন
জীবন ধন্য হয়,
কলুষ ভরা হৃদয় যাদের
সবাই মন্দ কয়।
স্বভাব দোষে মন্দ মানুষ
করছে খারাপ কাজ,
কুকাজ করেও হৃদয় গহীনে
নেইকো তাদের লাজ।
সজ্জন যারা কর্মে মগন
সচ্চরিত্র রয়,
সমাজ- দেশের মঙ্গলার্থে
অগ্রণী তাঁরা হয়।
সচ্চরিত্র জীবন যাদের
প্রভুর শ্রেষ্ঠ দান,
সকল কর্মে থাকুক মুখে
মহান রবের নাম।