ঘোড়াবানে নয় , চাতকের মেঘে এসো
ভাসা ভাসা নয় , বুনিয়াদি ভালবেসো ।
বাকি থাক কিছু , উষর ফোটাবে খেদ
খেদ না পোড়ালে কিভাবে লিখবে বেদ !
যুদ্ধ ডাকছে , প্রতিবাদী আনমনে
টেনে না আনলে ভেসে যাবে শরবনে ।
বনের রাজ্যে উচ্ছেদ বারো মাস
আগলে দাঁড়াও , ফিরে পাবে প্রশ্বাস ।
প্রশ্বাস প্রিয় সমীচীন সম্ভার
চড়ুই শকুন এরাও তো হকদার !
জলবায়ু জ্বলে খান্ডব দাবানলে
হিমবাহ- প্রেম বেঁধে দাও অঞ্চলে ।
ভাগে ভাগে বাড়ে ভালবাসা বহুমুখী
পুরো একা পেলে বাঁচবে না কোনও সুখ-ই ।
রাজসাধে নয় , বুদ্ধের বেশে এসো
পার্বণে নয় , প্রতিদিন ভালোবেসো ।