কান্নার পাশে শুয়ে থাকি রোজ
দুঃস্বপ্নের শিকড় জড়ায় আষ্টেপৃষ্ঠে,
বালিশের কাছে জমা রাখা ছিল উষ্ণতা
কবন্ধ ইচ্ছে তবু ফাঁকফোকর দিয়ে শালীনতা ভাঙে।
নিমগ্ন মগ্নতায় হাত ভরে যায় মাদুলী তাগায়
কুসংস্কারের মানতে রোজ ঝরে পুষ্পবৃষ্টি,
বসে থাকি মৃত্যুর কচা ডালে অমোঘ যাত্রপথে
আঁধার জমে জমে চারপাশ দিশেহারা আহ্লাদ;
সাদা শূন্যতার রং জুড়ে শুধুই বোবা উল্লাস।
মিথ্যের আশ্রয় অন্ধবিশ্বাস খাবি খায় অন্ধকারে
অপরিপক্ক মনের গোপন গভীরে দানা বাঁধে মেকি বিশ্বাস;
কালো জগতের হাতছানিতে পা ফেলে সন্তর্পণে,
ভালো মন্দের মাপকাঠি ফিকে হয়ে আসে দৃঢ় বিশ্বাসের নকল আয়নায়।
ঝাপসা হয়ে আসে চেতনার চেনা ছন্দ,
বুদ্ধিতে মেলে না মানসিক বিবর্তনের গোলোকধাঁধার উত্তর,
আতসকাচের সুক্ষ্ম দেয়ালে জলজল করে কুসংস্কারের জীবন্ত কোষ।