তখনও মনের পাশে দাঁড়িয়েছিল মন
সময়ের কাছে ভেঙেচুরে গিয়েছিল প্রতিশ্রুতি
ও পথচলার রীতিনীতি একেএকে সবই প্রায়
লুপ্তপ্রায় ছিল তখন অসম্ভব জেগে থাকা
প্রিয় চোখ ও মুখ
অগোছালো হওয়া ক্ষুধা ও তৃষ্ণা
আর ছুটে চলা জীবনের অনন্ত ঘুর্ণি
এমন কি দীর্ঘ স্বপ্ন ও তীব্র উত্তাপও
কখন কিভাবে যে যন্ত্রণাগুলো
বিপর্যস্ত করে তুলেছিল
এবং ভেঙেছিল সব আড়াল
তির মর্মার্থ ছিল না কিছুই কল্পনায়য
ফিরে তাকাতেই অন্ধ শূন্যতাগুলো
নিজেরাই নিজেদের খনন করতে করতে
সমস্ত রহস্য ভেদ করে নিয়ে এসেছিল
ঘুর্ণির নিঃশব্দ নিবিড় উচ্চারণ
আর এখান থেকেই শুরু হয়েছিল
আবারও আমাদের পরিযায়ী পথচলা
দিগন্ত জুড়ে এখন দাউ দাউ অসংখ্য ছায়াগাছ
দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছে হাওয়ায় ।