ঘুন পোকা বাসা বাঁধছে মনে ,
আধুনিকতার শুভ ক্ষনে ।
নেট দুনিয়ার মহিমা টানে,
ঘরের খবর রাখি কজনে !
সকাল-সন্ধ্যা ,দিন ,ভোর রাত
যান্ত্রিকতায় মোড়া ।
হাই-হ্যালোর পাল্লা ভারি ,
বিনম্রতার খরা ।।
ছোটো ছোটো ফ্ল্যাট
আর মোবাইলে হাত ,
বহির্বিশ্ব আপন ।
ঘরের আনাচে
কে কেমন আছে ,
জানিনা সে সবই গোপন ।
ঘরের মানুষ পায় না সময় ,
না বলা বাড়ছে কথা ,
সম্পর্কে শীতল আগুন
ঘুণ পোকার নিস্তব্ধতা ।
কত শত ফুল
অকালে যাচ্ছে ঝরে !
বড্ড বেশি নিমগ্ন আজ
নেট দুনিয়ার ভিড়ে ।