বলেছিলাম ফিরে আসবো
যখন স্বপ্নে ভিজে আছে মেঘের বুক
একটার পর একটা সুতো নিয়ে টুনটুনি বেঁধেছে বাসা
রাতের পিঠে লেগে আছে নদীর পায়ের ঘুঙুরের শব্দ
এখনো সময় বাকি
ঘাসের মাথায় লেগে থাকা
ঘাস ফড়িং এর ঘুঙুরের আওয়াজ
ওল্টানো নৌকোয় পা দুলিয়ে এক অনামি বিকেল
সন্ধ্যা এসে নাড়া দেয়
হাতঘড়ি ফেরা নিঃশ্বাসের অলিন্দে
চেনা মুখ চেনা সুর চেনা গন্ধ
স্বপ্নের বাতাসে দুলে ওঠে মাঝপথ