আড়ালে আড়ালে কতকিছু হারালে
তবু কেন সামনে দাঁড়ালে জড়তা!
কত কিছু বাকি এ জীবনে ফাঁকি,
মানুষ না চিনে,ডুব সম্পর্কের ঋণে!
দোলাচল কেটে অস্বস্তি ছেঁটে,
কমে যাক যত,আছে মনে ক্ষত
ধুয়ে যাক,মুছে যাক নির্ভরতা।
সময় পার,বাড়ে খেসারতের ধার
তবু কেন যে কপালের দোষ দাও !
সুযোগ হারালে, আড়ালে আড়ালে
আজও যে হতাশায় ডুবে যাও।
কে আছে খুশি,সমস্যাই বেশি
তবুও এসব কিছু ঢেকে রাখা শ্রেয়।
ভরসায়, যাকে সবকিছু বলছো
তাকে ঘিরেই ঘনীভূত সন্দেহ!