গ্যালারি প্রেম
ভারতীয় তরুণ দীপেন মান্ডালিয়া, অস্ট্রেলীয় তরুণী রোজিলি উইমবুশ।
অফিসের কাজে বছরখানেক আগে দীপেন মান্ডালিয়া অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সেখানে মেলবোর্নে তিনি যেখানে উঠেছিলেন সেখানে আগে থাকতেন রোজিলি। রোজিলির নামে চিঠি আসত সেই ঠিকানায়। এক কোম্পানিতে
কাজের সূত্রেই তাঁদের দুজনের সাক্ষাৎ। রোজিলির নতুন ঠিকানায় রোজই সে চিঠি দিতে যেত । এইভাবে আলাপ গাঢ় হলে দুজনের প্রথমে কফিপান চলত, শেষে আলাপ আরও ঘনিষ্ঠ হয় ডিনারে।
ক্রিকেট নিয়ে তাঁদের দুজনেরই তীব্র আগ্রহ ছিল। ক্রিকেট তাঁদের সম্পর্কে অনুঘটকের কাজ করেছে।
অস্ট্রেলিয়ায় একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলছে ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল সিডনিতে। সেদিন সিডনি মাঠে দুজনেই উপস্থিত। দর্শক-স্ট্যান্ডে দীপেন নিজেকে আর সামলে রাখতে পারেনি।প্রেম নিবেদন করে ফেললেন রোজিলিকে!
ক্রিকেট খেলা মাঠেই হয়, আর তা নিয়েই সাধারণত উজ্জীবিত থাকেন দর্শকেরা। কিন্তু গ্যালারিও মাঠের খেলোয়াড়়দের ওপর থেকে আলো টেনে নিল সেদিন। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিন গ্যালারিতেই ওই ভারতীয় তরুণ অস্ট্রেলীয় তরুণীর সঙ্গে চুম্বন ও আলিঙ্গনে ঘনিষ্ঠ
আবদ্ধ হয়েছিলেন।প্রেম তো বলে কয়ে আসে না।