শরৎচন্দ্র তাঁর গৃহদাহ উপন্যাসে বিংশ শতাব্দীর বাংলা ও তার সমসাময়িক যুগের সামাজিক-সাংস্কৃতিক চিত্রটি উপস্থাপন করেছেন। উপন্যাসটিতে রীতিনীতি, ধর্ম ও বিশ্বাসের পার্থক্যকে কেন্দ্র করে সনাতন হিন্দু এবং ব্রাহ্মণদের মধ্যে যে দ্বন্দ্ব তাকেই প্রদর্শন করা হয়েছে। গৃহদাহ উপন্যাসটি একই সাথে মানব প্রেম, বিশ্বাস এবং বিবাহের একটি সামাজিক প্রতিষ্ঠানের তথাকথিত অখণ্ডতার বিশিষ্ট বিশ্লেষণ। বিস্তারিত পড়ার জন্যে নিচের ক্লিক করে পুরো উপন্যাসটি পড়ুন।
সংক্ষিপ্ত বিবরণ:
বইয়ের নাম : গৃহদাহ পিডিএফ (Grihadaha PDF)
লেখক (Author) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (Sharatchandra Chattopadhyay)
জনার্স (Genres): উপন্যাস (Novel )
Total pages: 193
PDF Size: 1 Mb