গা তোল, গা তোল, গিরিরাণী!
এনেছি, মা, শুভবানী,
দেখে এলাম পথে তোর ঈশানী।
রূপে কানন আলো করে
ছেলে দুটি কোলে ধরে
কিশোরী কেশরি পরে,
কোটি চন্দ্র নিন্দি পা দুখানি।
শঙ্খ সিন্দুরে শুধু শোভে শ্রীঅঙ্গ।
অলংকারে কাজ কি? সে যে আলোক তরঙ্গ!
কান- বলে, সুসংবাদে
বিবশা মেনকা কাঁদে;
আনন্দের পূত নীরে
ধুয়ে যায় প্রাণের গ্লানি।।