হঠাৎ করে চড়া গলায় ধমক দিলো কেউ,
উজবুক তুই মূর্খ একটা চললো গালির ঢেউ!
একটা ভালো গল্প লিখে নিচ্ছিলাম তার মজা,
গালির চোটে চমকে উঠে বসতে হলো সোজা!
লাইক কমেন্টস শয়ের ওপর ফেসবুকেতে রোজ,
মেসেজ দিয়ে হাল হকিকত সকলে নেয় খোঁজ!
কিন্তু এটা অন্যরকম কড়া ভাষার হুঁসিয়ারী,
বন্ধ করো এই লেখাটা নইলে তোমার পড়বে ভারি!
আমি বলি কম্মো কাবার লেখার উপর খোদাকিরি
কলম ধরে টান মারছো নাম কি তোমার কোথায় বাড়ি?
ইংরেজিতে পটাস পুটুস বললো কথা ভীষন পিটি,
মি এম এ ফিজিওলজি বর্ধমান ইউনিভার্সিটি
আরও একটা পরিচয় তার কোথাকার এক্স কাউন্সিলর
তাতেই তার ল্যাজটি মোটা অনেকটা ঠিক অ্যাকসেলেটর
বললো আমায় “এই উজবুক মূর্খ একটা বোকা গাধা
যুধিষ্ঠিরের চরিত্র হরণ কে দিলো তোকে এমন স্পর্দ্ধা
মহাকাব্য কাকে বলে? জানিস এসব? তুচ্ছ তো তুই
আমি হলাম মহা পণ্ডিত ইচ্ছে হলেও ছুঁইনা ভুঁই!”
আবার যদি লিখি কিছু আস্ত আমার কাটবে গলা
ভয়ে কাঁপছে হাত পা আমার পাচ্ছি নাতো উপায় কিছু
সে কারনেই স্মরণ নিলাম ছাড়ছি নাতো তোমার পিছু।
লেখা কিন্তু চালিয়ে যাবো যেমন আমার বলছে মন
বুঝবো এবার পাপের গল্পে কে কে আমার খুব আপন
বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে
তোমার দেখি জীবনখানা ষোল আনাই ফাঁকি।