আয়, মেলাতে বেড়াতে যাবি চাঁন্দ—
আয়, মেলাতে বেড়াতে যাবি চাঁন্দ।
কুমোর পাড়ার মাঠে কেমন মেলা বসেছে
ছেলে বুড়ো মেয়ে মরদ লাচতে নেগেছে।
আবার, লাগোর দোলা বসায় কেমন ঘুরায় মারিছে,
আয় ছুটে আয় বলে কেমন ঢেঁড়া পিটাইছে।
মেলাতে বেড়াতে যাবি চাঁন্দ —
আয়,মেলাতে বেড়াতে যাবি চাঁন্দ।
মেলায় যাবি মজা লিবি মুখে দিবি পান,
মুখে দিয়া দেখবি কেমন মন করে আনচান।
কেমন মরদ বল দেখি তুই বেবাক হলি বাম,
মুখে যত বড়াই মারিস এবার বটে থাম।
মেলাতে বেড়াতে যাবি চাঁন্দ —
আয়, মেলাতে বেড়াতে যাবি চাঁন্দ।
উধার দেখো কেমনে সব আঁগ জ্বলাইছে,
ভিয়েন বস্যে কত কি যে মেঠাই পকাইছে।
মজা লুটে কত কি যে খাইতে নেগেছে,
ওই না দেখে আমার বটে মুখ শুলাইছে।
মেলাতে বেড়াতে যাবি চাঁন্দ —
আয়, মেলাতে বেড়াতে যাবি চাঁন্দ।
ইধার দেখো কত কি যে পুতুল সাজাইছে,
খোকা খুকুর জামা কাপড় কেমন মনাইছে ।
কাঁচের চুড়ি বেলোয়ারী ঝক মকাইছে,
দু হাত ভর্যে পরায় দিবি মনে লিয়েছে।
আবার দেখো পিঁয়াজি আর ফুলরি ভুনিছে
খুরি ভরা মৌ লিয়ে সব পিতে নেগেছে।
মেলাতে বেড়াতে যাবি চাঁন্দ—
আয়, মেলাতে বেড়াতে যাবি চাঁন্দ।
বাতাস যে বয় এলোমেলো সনঝে হল আজ
চাঁন্দের আলো ভুলায় দেলো ঘরের যত কাজ।
আবার দেখো উদিক পানে মাদল বজাইছে কোমর ধর্যে মেয়েরা সব পা মিলাইছে।
আঁচল খানা দেখনা কেমন বাতাস দুলাইছে
পীরিত কর্যে তুয়ার সনে নেশা নেগেছে।
মেলাতে বেড়াতে যাবি চাঁন্দ—
আয়, মেলাতে বেড়াতে যাবি চাঁন্দ।
** ( চাঁন্দ=চাঁদ) (আদিবাসী গান ১৬ মাত্রা বোল মাদল)