অহিংসা পূজারী তুমি ,জাতির জনক,
পরাধীন ভারতের , মুক্তিদাতা তুমি,
আসমুদ্র হিমাচল , ভারতের ভূমি,
পরালে মাতার শিরে , কিরীট কনক।
সত্যের পূজারী তুমি , আদর্শের ধারক,
অস্পৃশ্যতার বর্জনে ,দিশারী হে তুমি,
তোমার চরণে মোরা , সতত হে নমি,
বৈশিষ্ট্য স্বাধীন সত্বা ,নও ক্রীড়নক।
স্বদেশী গ্রহণ আর , বিদেশী বর্জন,
আইন অমান্যে খ্যাতি , করিলে অর্জন।
করেঙ্গে ইয়ে মরেঙ্গে , ছিল তব বাণী,
সর্বধর্ম সমন্বয় , ব্রতে সদা রত।
পরাধীন ভারতের , স্বাধীনতা আনি,
মাতারে করিলে মুক্ত , চিরদিন মতো।