গাধা হলেও মনিবের ভন্ডামি বোঝে,
কিন্তু প্রতিবাদের ভাষা নেই!
গাধা ভেবেছিল, দেশ স্বাধীন হলে
সেও স্বাধীনতা পাবে।
বোঝা না টেনেও দু’বেলা খেতে পাবে,
মনের সুখে তার দিন কাটবে,
স্বাধীনতার এমন কত স্বপ্নসাধ
ছিল গাধার দু’চোখ ঘিরে!
সত্যি সত্যি দেশ একদিন স্বাধীন হলো,
স্বাধীনতার আনন্দে গাধা গান গাইল,
দু পা তুলে নৃত্য করল।
কিন্তু বোঝা টানার দিন আর
তার শেষ হলো না।
গাধা বোঝেনি, যে জন্মেছে বোঝা-
টানার জন্য, তার আবার স্বাধীনতা কি?
স্বাধীন দেশের স্বাধীন মনিব
তাকে আরো বেশী খাটায়,
আরো বেশি বোঝা টানায়।
পরাধীন দেশে তার বরাদ্দ খাবার
চুরি হতো না, কিন্তু স্বাধীন দেশে তার
বরাদ্দ খাবারও চুরি হয়ে যায়!
স্বাধীন দেশের স্বাধীন মনিব বলেন-
খাও না খাও, বোঝা টেনে যাও,
আত্মনির্ভরশীল হও,
নিজের পায়ে দাঁড়াও!
কঠিন শ্রমের বিকল্প নেই,
স্বাধীনতার সেই স্বপ্ন সাধ
আজও তার অধরাই রয়ে গেল!