পোস্টার ফেস্টুন কতই প্রচার
গ্ৰাম উন্নয়ন নিয়ে,
বাস্তবে নেই সেই উন্নয়ন
দেখি গ্ৰামে গিয়ে।
শত যুগের মতো আজও
আনুকুল্য যাচা,
শিক্ষা স্বাস্থ্যের নেই উন্নতি
আঁধার মাঝেই বাঁচা।
জনকল্যাণ কাজগুলো সব
হয় যে শহর জুড়ে,
গাঁয়ের গরিব মানুষগুলোই
করে সেই কাজ ঘুরে।
আধুনিক এই সমাজ মাঝে
ভালো থাকার আশে,
গাঁয়ের মানুষ দিন মজুরি
খাটতে শহর আসে।
জীবনযুদ্ধে লড়াই অভ্যাস
ওদের যুগ যুগ ধরে,
গ্ৰামের ভূমে চাষ আবাদে
যাপন সুখটি ভরে।