এ সবের কোন মানে হয় ?
দেশে কত গরীব অসহায় ৷
কেউ কি পেট ভরে খেতে পায়!?
থাকে ছাউনি করে রাস্তায় ,
দুর্ভাগা দেশে ঘোচে না গরীবিয়ান ৷
চলছে দেশে পূজার ভাবনা,
বাজেট, চল্লিশ কোটির কম হবে না ৷
মাটির মা বসবে রূপার রথে,
রক্তমাংসের মা ঘুরবে পথে পথে ৷
হায়রে গরীব,
আনন্দ পাও একদিনের বস্ত্র দানে ৷
পেট ভরাও একদিনের খিচুড়ি ভোজনে ৷
মাথায় তুলে রাখ ,
পূজা কমিটির হোক জয় শ্লোগানে ৷