গদি
তার মধ্যে গা ঢাকা দিয়ে থাকে
জী-হাঁর পিছে লুকিয়ে রেখে হাঁ-কে
শান্তশিষ্ট ল্যাজবিশিষ্ট এক পশুরাজ
যদি
ঘাঁটি
যতই কেন আগলে রাখুক সদলে সবলে
কথার সঙ্গে কাজের অমিল মাত্রাছাড়া হলে
আস্তে আস্তে পায়ের তলায় সরে যাবেই
মাটি
হাঁড়ি
যেন না ফাটে হাটের মধ্যে হঠাৎ
দেখার জন্যে যথাস্থানে দেওয়া হয়েছে বরাত
তবুও ভয় কখন কী হয়ে ছেড়ে যেন যায়
নাড়ি
মালুম
হয়না যখন কোন্ খানে ঠিক ফারাক
সৎ-অসতের কোথায় থাকছে ফাঁক
ঘাড়ের ওপর লাফিয়ে পড়বে হ্যাঁকাচম্ কা
হালুম ||