তেমন করে আর কিছুই ভাবায় না,
সদর দরজা তো হাট করে খোলাই থাকে,
শিকড়ের জের বয়ে চলেছি অথর্ব অচলে,
চক্রবৃদ্ধি হারে বাড়ছে ঋণের সার্বিক বোঝা,
অসহায় ঘড়ি জানান দেয় অক্ষম উপস্থিতির অসহায়তা।
অস্থিরতার সীমারেখা নেই,
নেই সমাপ্তি,
লতাগুল্ম গুলো মাটি জড়িয়ে ধরে রাখে আষ্টেপৃষ্ঠে,
অলৌকিক মোহে শ্যাওলা শুষে নিয়েছে সুখ দুঃখ।
অনেক গ্লানি জমে আছে অন্ধকারের ছায়ায়,
ভাঁজে ভাঁজে ভাবনার বিষবাষ্প ঋণমুক্তির কথা বলে,
রোজ দাপায় জীবন্ত কিছুটা শব্দের নাড়াচাড়া,
তেমন কেউ খুব একটা আসেও না,
আমার ভয়ভীতি নেই,
আর,
সদর দরজা তো হাট করে খোলাই থাকে…