শোনরে মা,আমি যে তোর
ছোট্ট খোকা ওরে’।
দেখিস একদিন তোকে নিয়ে
যাব আমি উড়ে;
মেঘের বাসায় থাকবি রে তুই
সোনা মা হয়ে।
বাতাস বেয়ে খেলতে যাব
হরেক সাথী নিয়ে।
চাঁদ মামার বাড়ি যাবো,
সঙ্গে নিয়ে তারা।
খেলবো সেথায় প্রাণভরে,
হয়ে আত্মহারা।
আসবো যখন দেরি করে,
দেখব যে তুই আছিস রেগে,
গালে আমি দেবো চুমু,
বসবো ওরে কোলে গিয়ে।
বলবি তখন,” দুষ্টু রে তুই
এতক্ষন ছিলি কোথা?”
থাকবো আমি চুপটি করে,
বলবো না সে কথা।