ইচ্ছে যত ছিল মনে উড়ে ডানা মেলে
খাঁচা ছেড়ে ঘুড়ি হয়ে যায় বহুদূরে
শরতের মেঘে বেশ নাচে ঘুরে ঘুরে
নীলাকাশে সাদা মেঘে লুকোচুরি খেলে।
ছড়ায় হীরক দ্যুতি ঘাসের ডগায়
শিউলি সুবাস ঢালে প্রভাতী কিরণে
শিশির ধোওয়া ফুল ঝরে অকারণে
আকাশে বাতাসে শোভা আনন্দ জাগায়।
হিমেল হাওয়া বয় ভোরের বেলায়
সোনালি রোদের আভা ঝিকিমিকি করে
মিহিন আলো পাতার ফাঁক গলে পড়ে
প্রশান্তিতে ভরে মন ঋতুর খেলায়।
পাখা মেলা প্রজাপতি নানা রঙে ভরা
কাননে ফুলের দলে মধু খেতে বসে
রাতের কুসুম পড়ে অনাদরে খসে
সৃষ্টির আপন ছন্দ চোখে পড়ে ধরা ।
প্রকৃতি ধরেছে গান পবিত্র সময়ে
ঢাকের বাজনা শুনে মনে খুশি জাগে
মন পাখি খোঁজে সুখ প্রেম অনুরাগে
দিগন্তে দেয় উড়ান নিবিষ্ট তন্ময়ে ।