বৃষ্টি পড়ে টাপুরটুপুর
রাস্তা গেছে ভিজে
খুকুমণি ক্যামনে যাবে
ফুল বাগানের দিকে।
তাই দেখে তো হুলোবেড়াল
দাঁত খিঁচিয়ে হাসে
বাড়িতে ছিলো অ্যালসিসিয়ান
ছুটে আসে খুকুমণির কাছে।
খুকুমণিই কই সে কথা
চাপো আমার পিঠে
তোমায় নিয়ে যাবো আমি
ওই ফুলের বাগান টিতে ।
এই না শুনে মিষ্টি টিয়া
মধুর সুরে খুকুমণিই কই
আমিও যাবো তোমার সাথে
উড়ে বেড়ায় গোটা বাগানটাই।
এই না শুনে খুকুমণি
মিষ্টি টিয়াই মিষ্টি হেসে কই
চল তবে সবাই মিলে
ওই ফুল বাগানেই যায়।
সবশেষে হুলোবেড়াল
খুকুমণিই মুখ নামিয়ে কই
আমি ও যাবো তোমার সাথে
রাগ করো না ধরি দুটি পায়
খুকুমণি হেসেহেসে সবাই কে শুনাই
তোরাই আমার সব ওরে
তোদের নিয়েই সংসার আমার
আর তো কেহ নাই।।