ছোট্ট মেয়ে আধো সুরে পড়াশোনা করে
ধীরে ধীরে বড়ো হতে সারাদিন ঘরে।
দাদা কিন্তু খেলা করে ভালো সব পায়
সারা দিবস হুল্লোড় কান পাতা দায়।
দাদু বলে মেয়ে তুমি শান্ত হয়ে থাকো
মেয়েদের ধীর স্থির খায় খায় নাকো।
মনে বড় আশা ছিল শিখি আমি গান
বড় হয়ে বাবা মার রাখি শুধু মান।
ছবি আঁকা সেটা মানা শেখো শুধু রান্না
দাদা কত মজা করে বোন করে কান্না।
স্কুল থেকে গাড়ি করে বাড়ি ফিরে আসা
বারো হতে বলে বিয়ে হারালাম ভাষা।
রান্নাবাটি খেলি আমি তার কিনা বিয়ে
তার চেয়ে মেরে ফেলো বিয়ে খেলা দিয়ে।
দিদিমনি বাড়ি এসে বুঝিয়ে যে চলে
দাদু তার পর থেকে পড়ে যায় কলে।
রাগি দাদু গলে জল বলে পড়া করো
লেখাপড়া শিখে সোনা হও মস্ত বড়ো।
দিদিমনি হতে হবে যতখুশি পড়ো
ক্যারাটেটা শিখে নাও একা একা লড়ো।
মাঝেমাঝে গান করি মন দিয়ে শোনে
দাদু খালি নীলাকাশে তারা শুধু গোনে।
দাদা বোনে মারামারি লাফালাফি চলে
ঠাম্মা দাদু হেসে হেসে কত কথা বলে।
খুশি খুশি সারা বাড়ি হৈ চৈ মজা চলে
জমিদার বাড়িকে তো সুখী নীড় বলে।
আজ সারা বাড়ি ফাঁকা আমি দূরে থাকি
টেলিফোনে কথা হয় বেঁচে শুধু কাকি।
একা একা থাকে কাকি চোখে জল আসে
দাদা আমি বহুদূরে থাকি দেখো ত্রাসে।
ভূতুড়ে বাড়িতে কাকি শান্তি পায় মনে
ভিটে বাড়ি বড়ো প্রিয় বলে জনে জনে।