নেতার ভাষণে হইয়া উদ্বুদ্ধ ,
পাড়াতেই বেঁধে গেল, একপ্রকার খন্ড যুদ্ধ ।
পরপর দুই দল, কর্মীসভা করেছিল কাল ।
তারপর থেকেই পাড়াটা উত্তাল ।
প্রথমে সবুজের তিনটি বাড়ি পুড়লো ।
তারপর কালো ধোঁয়া সারি সারি উড়লো ।
লালেদের দশটি বাড়ি পুড়ে হলো ছাই ।
ওদের সকলেরই এখন গাছ তলাতে ঠাঁই ।
খবরে দেখাচ্ছে মৃত মানুষের দেহ ।
কিন্তু ওদের খোঁজ এখন নিতে আসেনি কেহ ।
কে কোন দলের কর্মী, চলছে তারই পরিসংখ্যান ।
দেহের উপর দলীয় পতাকা, ধড়েতে নেই প্রাণ ।
উস্কানি দিয়ে গন্ডগোল বাঁধিয়ে ,
রাজনীতি চলছে এবার, শব দেহ নিয়ে ।
এখনও কিন্তু সেই নেতার বাড়ি অক্ষত ।
শুধু পুড়ে ছাই হলো, কুঁড়েঘর ছিল যত ।
যার ভাষনে, এই দ্বন্দ্ব গ্রামে গ্রামে ।
মৃত্যু মিছিলে জয়ধ্বনি, এখনও তাহার নামে ।