আপনারঐ পুরস্কার
আমার কাছে তিরস্কার
আপনার ঐ দান
আমার কাছে অপমান
আপনার ঐ ভন্ডামী
আমার কাছে নোংরামী
আপনার ঐ মা, মাটি, মানুষ
আমার কাছে জনতার ফানুস
আপনার ঐ দেবতা দেবতা খেলা
মানুষের কাছে ভক্তির শ্রাদ্ধ, আর বিনোদনের মেলা।
আপনি নির্লজ্জের প্রেরণা
চোর ডাকাতের অনুপ্রেরণা
আপনি খুনিদের সাহস
আপনার ইঙ্গিতেই বাড়ে স্বৈরাচারীর দুঃসাহস
আপনার প্রতিটি কথায় দেখেছি শুধুই ছল
বিনিময় পেয়েছি মায়ের ভাতের থালায় গৃহ হারার চোখের জল।
আপনার মায়েরা এখন বাবা হারা
আপনার মেয়েরা এখন স্বামী হারা
আপনার বোনেরা এখন ভ্রাতৃহারা
আপনার ঐ দেখানো পথেই তারা আজ সর্বহারা
আপনার ঐ সততাকে কারা সততা বলেছিল?
এই মানুষ সততা বলেছিল
এই মানুষ আপনার আদর্শকে আদর্শ মেনে নিয়েছিল
আজ সেই আদর্শ খুনি ছিনতাইবাজদের হাতে
আপনার ঐ আদর্শ আজ সমাজ গড়ার পক্ষে নয়
আপনার ঐ আদর্শ রাষ্ট্র গড়ার পক্ষে নয়
আপনার ঐ আদর্শকে আর সাধারণ মানুষ গ্রহণ করতে পারছে না
এ যে মানুষ মারার আদর্শ
এ যে চুরি করার আদর্শ
এ যে মন্ত্রের মাঝে বিষ মিশিয়ে দেওয়ার আদর্শ।
আপনার ঐ সম্মানীয় বৈশিষ্ট্য সমূহ–
সবটাই আপনি মূল্যহীন করে তুলেছেন
আমার কাছে আপনি একজন সাধারন মানুষের চেয়েও অতীব নিম্নে
আমার কাছে আপনি—
ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে থাকা এক ধ্বংসকারী অধ্যায়।
একবার পারলে–
এই মায়ের কাছে এসে ক্ষমা চেয়ে যান
একবার পারলে–
এই মাটির কাছে এসে ক্ষমা চেয়ে যান
যদি পারেন তবে একবার–
এই মানুষের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চেয়ে যান।