অবিন্যস্ত কিছু ভালো লাগায়
মিশেছে রবির কিরণ,
মিশেছে স্বপ্ন মিশেছে ঋত
হয়েছে নতুনের মিলন ।
হৈমন্তীর আঁচলে পবিত্র প্রেম
মুখ ঢাকে নতুনের সানন্দে,
উথালপাথাল হৃদয় যেন তাই
সুখ খোঁজে নির্মল আনন্দে ।
দূর হতে দূরে রৌদ্রভেজা
বেখেয়ালি টুকরো স্মৃতির আলাপন,
অনুরাগে লিপ্ত প্রিয়র পত্রছায়ায়
নিগূঢ় ক্লেশের হয়েছে বিসর্জন ।