পেটের মধ্যে আগুন জ্বলছে,এক পৃথিবী ক্ষুধা
এক টুকরো রুটি দিও,তাই হোক প্রেম সুধা ।
সুধার বদলে বিষ যদি দাও,তবুও কল্পতরু
আঘাত প্রাপ্ত ভালোবাসা গ্রীষ্মে তপ্ত মরু ।
বুকের মধ্যে কষ্ট বড়,বেদম যন্ত্রণা
মাথার ওপর হাতটি রেখো,আশিস মন্ত্রণা ।
মন্ত্র তন্ত্র জানি না কিছুই,আলো খুঁজে ফিরি
আলোময় যদি কুটিরে আসে,দেবো কাঠের পিঁড়ি ।
দেখতে দেবো অশ্রু শ্রাবণ,বানভাসি হই যদি
সঙ্গে নেব এক ছায়াপথ, নাম না জানা নদী ।
নদীর নামটা কি যেন ছিল? ভুলেই গেছি কবে
ইছামতী?রূপনারায়ণ? নাঃ,করতোয়া হবে ।
সাজবো আমার মনের মতো,খোঁপায় দেবো ফুল
ও হো,খোঁপা তোমার পছন্দ নয়,খুলেই রাখবো চুল ।
নয়ন জুড়ে নামবে নেশা,ক্লান্ত অনাঘ্রাত
রাধার সাজে একলা জাগে জোছনা মাখা রাতও ।