মুসলমানদের ধর্মীয় উৎসব আজ
খোলা স্থানে এক সাথ পড়ে নামাজ
বিভিন্ন দেশে উৎসবের বিভিন্ন নাম
দরিদ্র দুঃস্থদের খাদ্য পোশাক দান।
আকাশে উঠলে নতুন চাঁদ রাতে
সবাই নতুন পোশাক পরে মাতে
সাধ্যমতো করে ভোজের আয়োজন
ঈদের শুভেচ্ছা জানায় আত্মীয়স্বজন।
আল্লার নামে বকরি উৎসর্গ এই দিনে
যতনে উট ছাগল রাখে তাই সব কিনে
কোরবানি ঈদ পালন করে সব নিষ্ঠায়
ভেদাভেদ ভুলে আলিঙ্গনে ভরে হৃদয়।