কোন কোন সম্পর্ক ভেঙে গেলে মনটাও ভেঙে যায়
অন্যমনস্কতা এসে বাসা বাঁধে
ঠোঁটে আঙ্গুল উঁচিয়ে অভিমান বলে ওঠে-
চুপ, চুপ , চুপ…মায়াহীন ছত্রাকের মতো
তেড়ে আসতে থাকে নির্মম নির্জনতা
তারপর অকারণ দোষারোপের যন্ত্রণাগুলোও
অদ্ভুত বিষাদ ছড়ায় ক্রমাগত—
কেবল এ কথায় সে কথায় আনকথার সাঁকো টেনে
হাসি ও হাহাকার পেরোতে পেরোতে মনে হতে থাকে
হাঁটু মুড়ে বসে আছে চারপাশে প্রতিফলিত সময়
এমন কি গোপন কষ্টগুলোও নিরিবিলি পাশ কাটিয়ে
দ্রুত অবস্থান বদলাতে থাকে নিজেদের মতো
কোন কোন সম্পর্ক ভেঙে গেলেও কিছু অন্তর্লীন দায়
চুপি চুপি এসে শুশ্রুষা মেখে দেয় ভাঙা ক্ষতে
মাঝে মাঝে পুরনো স্মৃতিগুলোও অভিভাবকের মতো
এসে পিঠ চাপড়ে আস্বস্ত করে যায়
মনে করিয়ে যায় বুকের সেই আগের গভীর টান
কখনও কখনও প্রতিবেশী শোক- তাপগুলোও
ভীষণ দীর্ঘশ্বাস ফেলে, আবার কখনও
ছোট ছোট ভালোলাগাগুলোও ফিরে ফিরে এসে
জাগিয়ে দিয়ে যায় ফিরে যাবার অনুতপ্ত আবেগ
কোন কোন সম্পর্ক ভেঙে গেলে মুখ দেখাদেখিও
বন্ধ হয়ে যায়,ভাঙা সাঁকোর মতো দুলতে থাকে
সম্পর্ক, আবার কোন কোন সম্পর্ক ভেঙে গেলে
চোখের সামনে মন খারাপের আর হীনমন্যতার
একটা অদৃশ্য দেয়াল তরতরিয়ে উঠে
আর সেই দেয়াল বেয়ে স্মৃতিরা গড়িয়ে পড়তে পড়তে
আত্মগ্লানি জাগাতে থাকে আর অসম্ভব
ভাঙচুর করতে থাকে বুকের ভেতর
কোন কোন সম্পর্ক ভেঙে গেলেও অন্তরঙ্গ
ও ঘনিষ্ট মুহূর্তগুলোকে বয়ে নিয়ে যেতে হয়
আজীবন নিজস্ব জীবনের সুনিপুণ
নির্মাণে
কোন কোন সম্পর্ক ভেঙে গেলেও
আজীবন থেকে যায় তার ক্ষতের দাগ ।