যতবার করেছি স্মৃতি উচ্চারণ,
রক্তাক্ত হতে দেখি তোমায়!
পিঠ চাপড়ে স্বান্তনা দিয়ে বলেছি,
এইতো ,আমি আছি কলিজা ঘেঁষে!
পাশে বসে ধোঁয়া ওঠা পেয়ালা চুম্বনে,
স্মৃতির মিঠে রোদ্দুর মৌতাত ,
তবু কেন পিছু ধাওয়া করে,
আমাকে হারিয়ে ফেলার ভয়!
অতীত ভুলে যাওয়া কোন সমাধান নয,
কাউকে স্মরণ করা মানেই এটা নয় যে ,
তাকে খুঁজছি,না পাওয়ার যন্ত্রনা বুকে!
এমন ভুল ভাবনারা না মেলুক ডানা।
আদৌ কি কোথাও যেতে চাই?
কই চাই না তো!আক্ষেপ নেই কোনো ,
তোমার নিবিড় আশ্রয়ে কাটিয়ে দেওয়াতেই
জীবনের পরম প্রাপ্তিরা অপেক্ষমাণ!