খাঁপে সেঁটে যাওয়া ভিড় একচুল নড়াচড়ার উপায় নেই
মুখোমুখি বসে আছি তোমার মুখে হাসি আমি কৌতূহলী
সাদামাটা চেহারা র্নিলিপ্ত তুমি
জীবনের গল্পে হাজার অভিজ্ঞতার সাথে
অচেনাকে ক্ষণিক চিনে নিতে পার কি?
বোধহয় শহর থেকে দূরে এমনি হয়।
আমি গোগ্রাসে গিলছি পাহাড়, ছোট নদী, বিল,ঘরবাড়ি
মাটি, ক্ষেতি,গাঁওবুড়া আরো কতো কি !
মেঠোপথ, পুকুরে মাছ,গোয়ালে গরু সূর্যমুখীর ক্ষেত দুপাশে বাঁশঝাড়ি
চারিপাশ আধোঘুমে গা ছমছম এই দেবদারু বন
জলে ভেজা হাঁস কোকিলের একটানা ডাক শিমুলের ডালে
আমি যাব বাগটা’য়;
ফুলওয়ালা ছেলেটা ঠাঁয় দাঁড়িয়ে আছে সেই গাঁয়
তোমার দিকে চেয়ে ভাবি কে তুমি,আমার আপন কেউ
হয় তো তুমি যাবে না বা যাবে আরো দূরে
শহর থেকে বহুদূর।